নব্বই দশকের প্রথমার্ধের ঘটনা। হঠাৎ করেই রংপুর শহরে নেমে এলো আতঙ্কের কালো ছায়া। কীভাবে যেন রটে গেল, ‘বাঘ বেরিয়েছে শহরে’। বললেই হলো! এই শহরে হঠাৎ বাঘ আসবে কোত্থেকে? দেখতে দেখতে পুরো উত্তরবঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। বাঘ না হোক, অন্য কিছুও তো হতে পারে। কেউ জানে না আসলে সেটা কী জন্তু। মুখে মুখে ছড়িয়ে পড়ল অদ্ভুত