সম্প্রতি সঠিক ইতিহাস সম্পর্কে অজ্ঞাত সিস্তান ও বেলুচিস্তান এলাকার অধিবাসী একব্যক্তি রাসুল (সা.)-এর কন্যা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করেছে যার নাম হল “ফাতিমা জাহরার শাহাদাতের কল্পকাহিনী” Ñএই প্রবন্ধে হযরত ফাতিমার মর্যাদা ও গুণাবলীর বিবরণ দেয়ার পর তাঁর শাহাদত ও রাসুল (সা.)-এর মৃত্যুর পর তাঁর কন্যার মর্যাদাহানি করে যে ঘটনা ঘটানো হয়েছে তা অস্বীকার করা হয়েছে।
এটা বলার অপেক্ষা রাখেনা যে এই প্রবন্ধের একাংশ পরিষ্কার ও স্পষ্ট ভাবে ইসলামের ইতিহাসকে অপব্যাখ্যা করেছে। তাই সেই অংশগুলি সুস্পষ্ট করে সত্যকে ফাঁস করতে চাই। যাতে প্রমাণ ওহি-গৃহে আক্রমণ হয়ে যায় যে হযরত ফাতিমা (সা.আ.)-এর শাহাদাতের ইতিহাস এতটা প্রমাণিত যে অস্বীকার করা সম্ভব নয়। যদি লেখক এমন বক্তব্যকে উপস্থাপন না করত তাহলে আমি এমনি ভাবে ওর পিছনে ছুটতাম না।
এই প্রবন্ধে মুখ্য আলোচ্য বিষয়বস্তু নিম্নে দেওয়া হল:
২. হজরত ফাতিমা (সা.আ.)-এর গৃহ, কুরআন ও সুন্নতের আলোকে সম্মানীয়।
৩. হজরত রাসুল (সা.)-এর পরে তাঁর গৃহের উপর আক্রমণ করে তাঁর মর্যাদাকে ক্ষুন্ন করা হয়েছে।
এই আশা নিয়ে তিনটি বিষয়কে ব্যাখ্যা করব, যাতে প্রবন্ধকার সত্যের সামনে নতি স্বীকার করে, আর নিজের লেখার জন্য নিজের উপর আক্ষেপ করে, আর পরিত্রাণের জন্য পথ খোঁজে।