ওগো বিদেশিনি
"ওগো বিদেশিনি" একটি রহস্যময় উপন্যাসের বই। ফেইক ফেসবুক একাউন্টের সাথে সম্পর্কে জড়িয়ে কেনিয়ার মেয়ে "ডরিস কুন্ডা" বাংলাদেশে চলে আসে তার প্রেমিকের খোঁজে। কিন্তু এই দেশে যে পরিবারের সাথে "ডরিস কুন্ডা" জড়ায় সেখানে তার প্রেমিককে খুঁজে পায় না বরং তার উপস্থিতির ফলে সেই পরিবারে ভাঙন সৃষ্টি হয়। তাকে ঘিরে ঘটতে থাকে নানান ঘটনা কারণ আমরা বাংলাদেশীরা প্রয়োজনের চেয়ে একটু বেশিই কৌতূহলী। উপন্যাসের মাঝে ডরিস কুন্ডার সঙ্গী হয় একটি বাংলাদেশী মেয়ে, নিজেদের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার পর দুজন মিলে বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য কাজ শুরু করে কিন্তু সেখানেও ঝামেলা শুরু হয়ে, দুর্বৃত্তদের হামলা এবং প্রধানমন্ত্রীর আদেশ পর্যন্ত ঘটনা গড়িয়ে যায়। পুরো উপন্যাস পড়ে না চাইতেও শেষটা অন্যরকম হয়েছে , রহস্যময় উপন্যাস হয়তো একেই বলে। লেখক উপন্যাসে প্রকাশ করতে চেয়েছেন - সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকারিতা-অপকারিতা, পারিবারিক সম্পর্কের মূল্য, ইচ্ছাই বড় শক্তি এবং মজার ছলেও এমন কিছু করা উচিৎ না যা নিজের আর আশেপাশের মানুষের বিপদ বয়ে আনে। আমার কাছে উপন্যাসটি ভাল লাগার কারণ হচ্ছে মোবাইল-ইন্টারনেট-সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগের সাথে তাল মিলিয়ে লেখক তার উপন্যাস রচনা করেছেন। তিনি বর্তমান সময় এবং সামাজিক অবস্থা তুলে ধরতে চেয়েছেন। "ওগো বিদেশিনি" বই পড়লেই আপনারা লেখকের পরিশ্রম বুঝতে পারবেন তাই বইটি সংগ্রহ করুন এবং পড়ে ফেলুন। শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।