অনেক দিন আগে, এক শীতের রাতে, বাংলার এক মফস্বল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক স্টেশন মাস্টার। ট্রেনটি যখন স্টেশনে ঢোকে, তার দুটি কামরায় স্টেশন মাস্টারের জন্য অপেক্ষা করছিল এক রহস্য, যে রহস্যের জট-জাল বিস্তৃত হয় ভবিষ্যৎ পর্যন্ত।
সেই ভবিষ্যতে মানবসভ্যতা এক চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন হয়। এমনই এক শ্বাসরুদ্ধকর কাহিনীতে, মানবসভ্যতার এক ক্রান্তিলগ্নের ছবি এঁকেছেন দীপেন ভট্টাচার্য 'অদৃশ্য সমচ্ছেদ' উপন্যাসটিতে। এই মহাজাগতিক কাহিনিতে রয়েছে পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, মানুষের মনোজগত ও গ্রহান্তরের ভিন্ন সভ্যতার বিবর্তনের এক চমকপ্রদ সম্মিলন।