বিদ্যানন্দ ফাউন্ডেশন ও 'এক টাকায় আহার'-এর প্রতিষ্ঠাতা'র আত্মজীবনী! কিশোর কুমার দাস-এর আত্মজীবনী, 'অদেখা'। আত্মজীবনীতে জীবনের নানা ঘাত-প্রতিঘাত আর বাঁক বদলের কথা অকপটে স্বীকার করেছেন, কিশোর কুমার দাস। শেষপ্রান্তে দাঁড়িয়ে হঠাৎ আশাবাদে বদলে যাওয়া জীবনের গল্প শুনিয়েছেন। যাপিত জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা বোধের অনুবাদ করেছেন।