কৌতূহল, বড়োই রহস্যময় জিনিষ। ছোট্ট ছেলেটাকে তার না শিখিয়েছিল, “কিছু না জানলে লাইব্রেরিতে গিয়ে শিখে আসবে।” সেই লাইব্রেরিতেই একটা জিনিষ জানতে গিয়ে বেসমেন্টের অদ্ভুত ‘জেলখানা’তে আটকে পড়লো ছেলেটা। এখন কী হবে? সেই বিটকেল বুড়োটা কি আসলেই ওর মগজ খেয়ে ফেলবে? মেষমানব এত ভীতু কেন? রহস্যময় সুন্দরী মেয়েটাই বা কে? ওদিকে বাড়িতে অপেক্ষা করছে ছেলেটির মা। পোষা স্টারলিং পাখিটার কী হবে? সবচেয়ে বড়ো প্রশ্ন, ছেলেটা কি পালাতে পারবে? জানতে পড়ুন, হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাসিকা “দ্য স্ট্রেঞ্জ লাইব্রেরি”র বাংলা অনুবাদ “অদ্ভুত লাইব্রেরি”।
হারুকি মুরাকামি
সমসাময়িক পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় লেখকদের মধ্যে অন্যতম হারুকি মুরাকামির জন্ম ১২ জানুয়ারি, ১৯৪৯, জাপানের কিয়ােটো শহরে। বর্তমানে টোকিওতে বসবাসরত এই লেখক এ পর্যন্ত লিখেছেন তেরােটি উপন্যাস এবং চারটি গল্পগ্রন্থ, যেগুলাে অনূদিত হয়েছে। পঞ্চাশটিরও অধিক ভাষায়। তার রচিত কথাসাহিত্য তাকে জাপান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালােচকদের প্রশংসা ও অনেক পুরস্কার এনে দিয়েছে। এইসকল পুরস্কারের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড (২০০৬), ফ্রাংক ও’কনার আন্তর্জাতিক ছােটগল্প পুরস্কার অপরদিকে তার সমস্ত শিল্পসম্ভারের জন্য ফ্রানৎস কাফকা পুরস্কার (২০০৬) এবং জেরুজালেম পুরস্কার (২০০৯) অন্যতম।
দি গার্ডিয়েনের স্টিভেন পুল সাহিত্যকর্মের জন্য হারুকি মুরাকামিকে পৃথিবীর জীবিত সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে অন্যতম বলে আখ্যা দেন।
তিনি গত এক দশকে কয়েকবার সাহিত্যে নােবেল পুরস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছেন।