একটি পরিপূর্ণ ছড়াগ্রন্থ। চমৎকার সব আঁকা আর দারুণ প্রচ্ছদের সমহ্নয়ে ভিন্ন আঙ্গিকে বইটি সাজানো হয়েছে। আটত্রিশটি ছড়া নিয়ে উপস্থাপিত বইটি পাঠকরে শিশুরা একাধারে আমাদের মাতৃভুমি এর গ্রাম,শহর,নদী,পথ-ঘাট,গ্রাম্য হাট বাজার,মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন,জীবন জীবিকা, ইতিহাস-ঐতিহ্য,সর্বোপরি এদেশের গুনীজনদের সম্বন্ধে একটি ধারনা পাবে। বইটির প্রতিটি ছড়া ছন্দ, মাত্রা,তাল, লয়ের প্রতি গুরোত্ব দিয়ে লিখা হয়েছে বিধায় শিশুদের পছন্দের এক নম্বর তালিকায় থাকবে এ ব্যপারে সন্দেহের কোন অবকাশ নেই।এ বইটি হতে পারে একটি শিশুর জন্য শ্রেষ্ঠ উপহার। উল্যেখ্য বইটি ২০১৪ সালে দেশ পাবলিকেশন্স পান্ডুলিপি পুরস্কারের জন্য নিবাচিত হয়