ফ্ল্যাপের কিছু কথাঃ ‘অন্যদের কেমন লাগে জানি না’ সিঙ্গপুরে গিয়ে আমি একটুও শান্তি পাইনি। রাস্তার মোড়ে মোড়ে ক্যামেরা, অভদ্রের মতো একটু পরে পরে মনে করিয়ে দেওয়া যে তুমি ক্যামেরার নজরদারিতে আছো, আমাকে মোটেও স্বস্তি দেয়নি। সবসময় মনে হয়েছে আমি ভুল করে কোনো আঁকা ছবির মধ্যে ঢুকে পড়েছি। মিউনিখে মানুষকে ট্রেনে, বাসে দোকানে সব জায়গায় বইয়ের আড়ালে গুটিয়ে থাকতে দেখে মনে হয়েছে, পড়া নয় আমাকে এড়িয়ে যাবার জন্যই এই বই পড়ার ছল। চীনে গিয়ে অবাক হলাম। চীনের অনেক কিছু পরিবর্তিত হলেও মানুষে মানুষে বন্ধনটা এখনো আলগা হয়নি।’