…একজন কবিকে কি স্যার বলা ঠিক হবে? ওসি সাজ্জাদ হোসেন একটু দ্বিধায় পড়ে গেলেন। ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স এ কবিদের অবস্থান কোথায়? হায়ারআর্কি অনুযায়ী একজন কবি কি ওসির চেয়ে সিনিয়র হবেন?
ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেল্লেন সাজ্জাদ হোসেন। নাহ, এক্ষেত্রে স্যার বলাটাই সমীচীন হবে। যেনতেন কোন কবিকে স্যার বলার প্রশ্নই আসেনা-দরকারও নাই। কিন্তু নোবেল পাওয়া একজন কবির জন্য মনে হয় এই আইন শিথিল করা যায়…