গোয়েন্দা নেই এ গল্পে,তবে রহস্য আছে। খুন আছে, তবে খুনি অজনা। আছে অনেকগুলো চরিত্র, কিন্তু তাদের মধ্যে সন্দেহভাজন কে? বইমেলার বাইরে ঘটে গেলো নিষ্ঠুর হত্যাকান্ড। জনপ্রিয় লেখকের মৃত্যুতে কেঁপে উঠলো সারাদেশ। নানাজন দিতে শুরু করলো নান মত, কিন্তু আসল মোটিভ কেউ বুঝতে পরছে না। নিজের অজান্তে এই রহস্যে জড়িয়ে যায় আরেক তরুণ লেখক । লেখক চক্রের জটিল জগতের পুরেনো বাসিন্দা সে, কিন্তু হারিয়ে যেতে তানজীম রহমান-এর চুতর্থ উপন্যাস অবয়ব আনোকে নিয়ে যাবে আধুনিক থ্রিলার সাহিত্যিকদের অদেখা পৃথিবীতে। লেখক রাহাতের সাথেএই যাত্রায় উন্মেচিত হবে গোপন সব তথ্য, খুলে পড়বে মুখোশ, বদলে যাবে অনেক ধারণা। আর বইয়ের পাতায় আপনি খুঁজে পাবেন অন্যরকম এক রহস্যোপন্যাস।