স্বপ্ন দেখতে শুরু করার আগেই স্বপ্নভঙ্গ। বাকপ্রতিবন্ধী বড়বোনের স্বার্থ রক্ষা করতে গিয়ে অযাচিত শর্ত মেনে বোনের দেবরকে বিয়ে করতে রাজি হলো তোয়া। ভেবেছিলো এতেই বুঝি সব সমস্যার সমাধান। কিন্তু আশাভঙ্গের বেদনায় নতুন করে ভারাক্রান্ত হলো যখ জানল বোনের দেবরটি ইতোমধ্যে মনের আসন কাউকে দিয়ে ফেলেছে। তোয়ার জায়গা নেই সেখানে। তোয়া বড়জোর ঘরে থাকতে পারে। শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে সরে আসার সিদ্ধান্ত নিলো তোয়া। এছাড়া উপায় কী।