এই গল্প একজন কামলা আসগর আলীর। পেশায় অতি সাধারণ কামলা, অথচ শরীর জুড়ে বর্তমান শত শত বছর পুরানো তিমি শিকারি জীবনের ক্ষত।
এই গল্প মানসিক ব্যাধিতে আক্রান্ত এক বিশ্ব খ্যাত চিত্র নায়িকারও, যার দাবী সে জন্ম গ্রহণ করেছে টাইগ্রিস- ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অববাহিকার কোনও এক প্রাচীন নগরে ... ১১০০ খ্রিস্টাব্দের কোনও এক সময়ে।
পৃথিবীর দুটি প্রান্তের দু জন মানুষ, অথচ কোথায় যেন অদ্ভুত এক মিল। কিন্তু মিলটা কোথায়?
সবুজ... বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে নিভৃতে বেড়ে ওঠা এক সুপুরুষ তরুণ, যার নীল চোখ আর শুভ্র ত্বক বলে দেয় যে এই মাটি হতে সে জন্ম গ্রহণ করেনি।
আছে একটি তরুণীও। নিজের মাঝে ক্রমশ পরিবর্তন গুলো নিয়ে ভীত- শঙ্কিত- আতঙ্কিত যার দিন যাপন এখন... তবে কি ড. ডেল এর ধারনাই সঠিক?
এই পৃথিবীতে মানব প্রজাতির সমান্তরালে অস্তিত্ব আছে অপর একটি ক্ষমতাবান প্রজাতির?
... সব মিলিয়ে আপাতত এই টুকুন 'অবমানব' এর কাহিনী।
রুমানা বৈশাখী
অনেকে রসিকতা করে বলেন, বয়সকে অতিক্রম করেছেন তিনি তাঁর লেখায়। তিনি রুমানা বৈশাখী । জন্ম ঢাকায়, ১২ মে ১৯৮৫। ঢাকায়ই বেড়ে ওঠা পড়ালেখাও। স্নাতকোত্তর করেছেন রসায়ন বিজ্ঞানে, ইডেন কলেজ থেকে। লেখালেখির সাথে জড়িত দীর্ঘদিন । নেশার বশে শুরু করলেও এই সৃজনশীল পেশাটিকেই অবলম্বন করে বেঁচে আছেন, এই পেশাতেই ক্যারিয়ার গড়েছেন আর সেভাবেই বাঁচতে চান সারাটা জীবন। কাজ করেছেন মাসিক সাহিত্য পত্রিকা আলাে ও ছায়া-র সহকারী সম্পাদক হিসেবে। নারী বিষয়ক পত্রিকা পারিতেও তিনি সহকারী সম্পাদক ছিলেন। বর্তমানে কর্মরত আছেন প্রিয়.কম-এর এডিটর ইন চার্জ পদে, কাজ করছেন লাইফস্টাইল জার্নালিজম নিয়ে। একই সাথে পরিচালনা করছেন প্রিয় আনসারের মতাে একটি পরামর্শ বিষয়ক ওয়েবসাইট। সাবলীলতা রুমানা বৈশাখীর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য রহস্য, রােমাঞ্চ, রম্য, হরর, সায়েন্স ফিকশনসাহিত্যের প্রায় সব শাখাতেই লিখছেন সমান তালে, স্বাচ্ছন্দ্যে। খুব অল্প বয়সেই প্রকাশিত একক বইয়ের সংখ্যাটা বেশ ভারী। সিনেমা ও নাটকের বৈচিত্র্যময় জগতেও পা রেখেছেন আগেই। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তাঁর লেখা একাধিক নাটক। লিখেছেন শর্ট ফিল্ম। তাঁর জীবনে একটিই মাত্র লক্ষ্য, লিখতে থাকা ও ভালাে লেখার চেষ্টা করে যাওয়া। উল্লেখযােগ্য বই এবং ও অতঃপর, ঋতানৃত, হিপােক্রাট, দুঃস্বপ্নের রাত, পােস্টমর্টেম, বিভীষিকা, সােয়া দুই ফুট, মেঘ লীনা, অতিলৌকিক, বিবর্তন, সন্ধ্যা হয়ে আসে, অহর্নিশ, অবমানব, অবয়ব, শায়াতিন ইত্যাদি।