ফ্ল্যাপের কিছু কথাঃ অবচেতন বা নির্জ্ঞানের সঙ্গে কবিতার সম্পর্ক চিরকালের কবিতা বিশ্লেষণ ও অনুধাবনে পুরাণকথার প্রয়োগ থেকেই তা সুস্পষ্ট হয়ে ওঠে। রফিকউল্লাহ খান ‘অবচেতন এবং কবিতা’ গ্রন্থে অবচেতন স্বপ্ন ও মানবমনের বিচিত্র রহস্য উদ্ঘাটনে কবিতাকে প্রধান অবলম্বন হিসেবে গ্রহণ করেছেন। উনিশ শতকের মিথকথা থেকে একুশ শতকের মিথ-ইমেজ পর্যন্ত তাঁর আলোচনার পরিধি সম্প্রসারিত । পুরাণ ও নির্জ্ঞানের যৌথ প্রয়োগে কবিতাকে কীভাবে সম্পূর্ণ করে তোলে বর্তমান গ্রন্থে তার স্বরূপ উন্মোচনের চেষ্টা করা হয়েছে। উনিশ শতকীয় ভাবনা থেকে সাম্প্রতিক ভাবনা পর্যন্ত লেখকের স্বচ্ছন্দ বিচরণ পাঠকের চিন্তার জগতে নতুন জানালা খুলে দেবে বলে আমাদের বিশ্বাস।
আরিস্টটলের পোয়েটিক্স থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত কবিতা ব্যাখ্যার বিচিত্র ধারা সম্পর্কে আমরা জানি। বিশ শতকের প্রথম দশক থেকে সাহিত্য ও শিল্পকলা বিশ্লেষণের ক্ষেত্রে মনোবিজ্ঞানের অঙ্গীকার এক নতুন মাত্রা নেয় প্রকাশ পায়। যে কারণে বিশ শতকের প্রতিটি সাহিত্য আন্দোলনে বিজ্ঞানের এই মনোময় শাখা অভূতপূর্ব বেগ সঞ্চার করে। রফিকউল্লাহ খান তাঁর প্রবন্ধগুলোতে পূর্বতন চিন্তার সমান্তরালে অতি-সাম্প্রতিক চিন্তাধারাকেও মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন। বাংলা কবিতা ব্যাখ্যার ক্ষেত্রে এ গ্রন্থ নতুন মাত্রা যোগ করবে বলেই আমাদের ধারণা।