অবিশ্বাসী কাঠগড়ায় (হুমায়ুন আজাদের ‘আমার অবিশ্বাস’ গ্রন্থের অপনোদন)
5 Ratings
1 Reviews
Sohag
11/04/2020
বই : অবিশ্বাসী কাঠগড়ায় লেখক বইটাতে নাস্তিক্যবাদের ভিত্তিমূলে আঘাতের পাশাপাশি ইসলামের সৌন্দর্য, বিশ্বাসের যৌক্তিক-দিকসমূহ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বইয়ের এ অংশটুকু মুসলিমদের জন্যে বেশ উপকারী হবে বলে আমি মনে করি। এ ছাড়া বইগুলোর প্রতিটি অধ্যায়ের টপিকস এত ব্যাপক যে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে এই বইটাই কয়েক খণ্ডের রূপ নেবে। প্রতিটি অধ্যায়ে দেওয়া সাইন্টিসদের মতামত, বিখ্যাত জার্নালের রেফারেন্স বইটিকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে।
SIMILAR BOOKS
PAYMENT
OPTIONS