আজ ছ’দিন। গোলাবারুদের প্রচণ্ড শব্দে উড়ে গেছে এদেশের সমস্ত পাখি। বসতির ধুলাবালি-কাদায় মানুষের চিহন আছে শুধু, কিন্তু মানুষের নেই কোথাও। তারই পাড়ে পাড়ে দীর্ঘ এক নদীতে, একটাই মাত্র নৌকো সাংঘাতিক সন্তর্পণে, ভয়ে ভয়ে, ছুপছুপ করে এগুচ্ছে-এভাবেই গল্প শুরু হয়েছে আমজাদ হোসেনর অনবদ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবেলায় অসময় । উপন্যাসটি বাংলাদেশের মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাসের মধ্যে ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ হিসেবে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। এই উপন্যাসের মধ্যে দিয়ে আমজাদ হোসেন মুক্তিযুদ্ধের যে চিত্র এঁকেছে তা যেমন জীবন্ত, বাস্তবানুগ , তেমনি মর্মবিদারকও। তাঁর উপন্যাসে বর্ণিত কাসেম সাকিনা, ব্রজরাণী, আলীর মতো প্রতিটি চরিত্র এবং তাদের ঘিরে গড়ে ওঠা ঘটনাগুলো পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে এবং তাকে নিয়ে যায় মুক্তিযুদ্ধকালিন সেই ভয়াল দিনগুলোতে।