মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (1888-1940) মুসলিম রেনেসাঁর একজন বিশিষ্ট সাহিত্যিক। তাঁর ধর্মের কাহিনী ধর্মেরই এক স্বাভাবিক আর্তনাদ। সংসারে ধর্মের নামে ধর্মকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অধর্ম করতে দেখে অন্তরে যে বেদনা জাগে এই পুস্তকে তা-ই ব্যক্ত হয়েছে। এতে বর্ণিত সব কথাই প্রত্যক্ষ সত্য - সত্যের ছবি। এয়াকুব আলীর কথা - ‘চোর কোন দিন ধর্মের কাহিনী শুনিবে না, তথাপি মলিন আত্মা ক্ষণিকের তরেও ইহা গুনিয়া একটু শিহরিয়া উঠিতে পারে, এই ভরসায় পুস্তকখানি প্রকাশ করিলাম।