প্রাপ্তবয়স্ক ও রসিক পাঠকদের জন্য এই বই। অপ্রাপ্তবয়স্ক ও বেরসিকদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। এই বইয়ে কৌতুক আছে। কোনো কোনো কৌতুক কেবল বড়দের জন্য। এই বইয়ে যে রসিকতা করার চেষ্টা করা হয়েছে, রসকষহীন মানুষের কাছে তা অনাবশ্যক বলে মনে হতে পারে। তবে আনিসুল হকের রম্যরচনা অনাবশ্যক নয়। এখন এই সমাজ ও রাষ্ট্রকে নিয়ে আর কী করার আছে। কেবল বিদ্রূপ করা ছাড়া। আর কাউকে নিয়ে ব্যঙ্গ না করা গেলে নিজেকে নিয়েই না হয় করা গেল।