হেরেমের ভেতর চলতে থাকলো ষড়যন্ত্রের জাল বুনা। সম্রাজ্ঞী নূরজাহান অন্যদিকে সম্রাটের খাস অনুচারী পৃথ্বী। একদিকে রাজ্যপাট অন্যদিকে প্রাসাদ ষড়যন্ত্র! নূরজাহান তাঁর মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে এলেন নিজের অন্দরে। আরেক পুত্রের জন্য নিয়ে এলেন আপন ভাইঝিকে। সেই ভাইঝি হয়ে উঠলেন পরবর্তীকালের মমতাজ। সম্রাট শাহজাহান তাঁর জন্য নির্মাণ করলেন আগ্রার তাজমহল। অন্যদিকে নর্তকী পৃথ্বী। লোভ-মোহ আচ্ছন্ন জীবন। কৌশলে আত্মহননের পূর্বে শাহজাহানকে সে লিখে গেলো এক পত্র। অন্তিমকাল অবধি ষড়যন্ত্র-লোভ তাকে ছাড়তে পারলো না। শেষজীবন কেমন ছিলো নূরজাহানের?