ফ্ল্যাপের কিছু কথাঃ একটি স্থলের প্রাণী, কিন্তু সে সারাজীবন থাকে জলে। একটি জলের প্রাণী যে জীবন কাটায় স্থলে। এই প্রাণী দু’টির নাম যিনি বলতে পারবেন, তার বুদ্ধি মিসির আলির মতো। যারা পারবেন না, তাদের বুদ্ধি হুমায়ূন আহমেদের মতো।
শাকুর মজিদ
শাকুর মজিদ (জন্ম: ২২ নভেম্বর, ১৯৬৫) একজন বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক। ২০১৮ সালে ভ্রমণকাহিনী ও জীবনী সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০ বছর বয়সে সিলেট বেতারে নাটক "যে যাহা করো, বান্দা আপনার লাগিয়া" দিয়ে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেন এবং লন্ডনের কইন্যা টেলিভিশন নাটক দিয়ে প্রশংসিত হন।