উচ্চতর শ্রেণীর পাঠোপযোগী বাংলা দ্বিতীয় পত্রের বই প্রথাগত ব্যাকরণের ধারাবাহিকতার পাশাপাশি প্রমিত ব্যাকরণের ধারাটিও যথাযথভাবে সংযোজিত হয়েছে। ব্যাকরণ, বিরচন, অনুবাদ ও পরিভাষা, প্রতিবেদন ও ভাষণ এবং প্রবন্ধ রচনার ক্ষেত্রে এই বইটি ছাত্র-শিক্ষকদের ও প্রশাসনিক কাজে যথেষ্ট সহয়তা দিবে।