ক্যাথরিন মোরল্যাণ্ড যখন ছোট্টটি, তখন কেউ ভাবতেও পারেনি ওর জন্মই হয়েছে বীরাঙ্গনা হওয়ার জন্য। রিচার্ড নামে এক যাজকের ঘরে জন্ম ওর। ভদ্রলোেক গরিব কিংবা অবহেলিত ছিলেন না। তাঁকে দেখতে-শুনতে তেমন আহামরি কিছু বলা যাবে না। উদারচেতা মানুষটি মেয়েদেরকে গৃহবন্দি করে রাখেননি, স্বাধীনতা দিয়েছিলেন।
ক্যাথরিনের মা ছিলেন সাদামাঠা কর্মঠ মহিলা, সুলক্ষণা আর স্বাস্থ্যবতী। তিন ছেলের পর ক্যাথরিনের জন্ম হলে, সবাই আশঙ্কা করেছিল তিনি বুঝি এবার মারাই যাবেন। কিন্তু ভদ্রমহিলা দিব্যি বেঁচে বর্তে ছিলেন এবং আরও ছ'-ছটি সন্তানের জন্ম দেন, তাদেরকে মানুষ করেন এবং নিজের শরীর-স্বাস্থ্যও ধরে রাখেন।
জেন অস্টিন
জেন অস্টেন (১৬ ডিসেম্বর, ১৭৭৫ – ১৮ জুলাই, ১৮১৭) ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক। ইংল্যান্ডের ভদ্রসমাজের পটভূমিকায় রচিত তাঁর রোম্যান্টিক কথাসাহিত্য তাঁকে ইংরেজি সাহিত্যের সর্বাপেক্ষা বহুপঠিত লেখকদের সারিতে স্থান দিয়েছে। তাঁর বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি ও তীক্ষ্ণ সমাজ বিশ্লেষণ গবেষক ও সমালোচক মহলে তাঁর ঐতিহাসিক গুরুত্বের স্থানটি পাকা করেছে।
অ্যান ব্রন্টে
ফ্রান্সিস পার্কম্যান
Title :
নর্থাঞ্জার অ্যাবি, দি অরেগন ট্রেইল, অ্যাগনেস গ্রে (পেপারব্যাক)