পৃথিবী কেন নড়ে? কেন হয় জোয়ার আর ভাটা? কবিতা? তা কীভাবে এলাে? প্রাচীন নর্ডিক পৌরাণিক কাহিনি নতুন করে পাঠকদের জন্য তুলে। ধরেছেন নিল গেইম্যান। পরিচয় করিয়ে দিয়েছেন মহা-ক্ষমতাবান। ওডিনের সাথে, থরকে সঙ্গি বানিয়ে ভ্রমণ করিয়ে এনেছেন দূর। থেকে দূরান্তে । যেমন শুনিয়েছেন দারুণ সব গল্প, তেমনি। জানিয়েছেন গা শিহরিয়ে ওঠা কাহিনিও। লম্বা শীতের সন্ধ্যা হােক বা হােক উষ্ণ গ্রীষ্মের রাত-এই গল্প গুলাে। পড়ার পর সব কিছুই নতুন এক আঙ্গিকে ধরা পড়বে পাঠকের। চোখে। নর্স পুরাণের দুনিয়ায়, প্রিয় পাঠক, আপনাকে স্বাগতম।