নূর ইনায়াত খান ছিলেন ভারতীয় মুসলমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হয়ে গোপন বার্তা প্রেরক হিসেবে নাৎসি অবরুদ্ধ ফ্রান্সে পাঠানো হয়েছিল তাঁকে। সেখানে অন্য সহকর্মীদের সঙ্গে প্রাথমিকভাবে ভালো সময় কাটলেও, কিছুদিন পরেই তাঁরা ভয়াবহ সময়ের মুখোমুখি হন। তাঁর সহকর্মীরা বেশির ভাগই নাৎসি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। নূর তখন বিভিন্ন ছদ্মবেশে চলাফেরা শুরু করেন এবং ইংল্যান্ডে বার্তা পাঠান। তাঁর সাহসিকতার কারণে ব্রিটিশরা এমন কিছু তথ্য পেয়ে যান, যা তাদের পরে খুবই কাজে লেগেছিল। কিন্তু তাঁর সহকর্মীদের বিশ্বাসঘাতকতার ফলেই নূর গ্রেপ্তার হন নাৎসি বাহিনীর হাতে। তাঁর ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এত নির্যাতনের পরও তিনি মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। এ বইয়ের পাতায় পাতায় সেই দুঃসাহসিক সত্য অভিযানের কথাই তুলে ধরেছেন লেখক।