নন্দিত নরকে
বইঃনন্দিত নরকে লেখক হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদ তাঁর প্রথম গ্রন্থ লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায়। তাঁর সেই গ্রন্থের নাম ছিল “নন্দিত নরকে” এবং এই উপন্যাস ছাপতে সহায়তা করেছিলেন তখনকার জনপ্রিয় লেখক আহমেদ ছফা। বলা বাহুল্য, প্রথম উপন্যাসে সফলতার মুখ দেখেছিলেন তিনি। হুমায়ূন আহমেদ ছাত্র হিসেবেও ছিলেন সফল। কেমিস্ট্রিতে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পিএইচডি লাভ করেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে। তাঁর পিএইচডির বিষয় ছিল পলিমার রসায়ন। দেশে ফিরেন যোগ দেন অধ্যাপনায়। পরবর্তীতে অধ্যাপনা ছেড়ে পাকাপাকিভাবে লেখা শুরু করেন। তাঁর রচিত বইয়ের অর্থাৎ গল্পগ্রন্থ এবং উপন্যাসের সংখ্যা হবে প্রায় দুইশর উপরে। তিনি কেনো এত জনপ্রিয় ছিলেন? এর সহজ উত্তর হতে পারে তিনি আমাদের চলমান, মধ্যবিত্ত জীবনকে ফুটিয়ে তুলেছিলেন তাঁর গল্পগুলোতে, উপন্যাসে। সাধু ভাষা পরিহার করতেন।
#রিভিউ বই - নন্দিত নরকে লেখক - হুমায়ূন আহমেদ রেটিং - ৪/৫ "মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়। সে নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই।" বইয়ের গল্পে ফুটে এসেছে নিম্নমধ্যবিত্ত একটি পরিবারে ঘটে যাওয়া কিছু ঘটনা। গল্পে আছে বাবা মায়ের স্নেহ ও ভালোবাসায় গড়া সংসার, ভাই বোনের খুনসুটি, চাকুরি করে পরিবারের আর্থিক অবস্থা পরিবর্তনের স্বপ্ন, ভালোবাসার মানুষটিকে মনের কথা বলতে না পারার কষ্ট, মানসিকভাবে অসুস্থ বড় মেয়েকে নিয়ে পরিবারের দুশ্চিন্তা ইত্যাদি..... হুমায়ূন আহমেদের লেখা ১ম বই এটি। ১ম বই হিসেবে চমৎকার লিখেছিলেন তিনি। তার পড়া বইগুলোর মধ্যে ১ম ও ২য় বই (শঙ্খনীল কারাগার) দুটিই ভালো লেগেছে আমার। সাবলীল ভাষায় লেখা বইটি। কিন্তু একই ধরনের বাক্যের পুনরাবৃত্তি রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কার ব্যাপারে আলোচনা করা হচ্ছে তা বুঝতে সমস্যা হচ্ছিলো। একটি দৃশ্যে কার সাথে কার কি সম্পর্ক তা কয়েকবার পড়ার পরে বুঝতে পেরেছি। বইয়ের বিশেষ চরিত্র রাবেয়া। তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলো অবাস্তব কিছু না। সমাজের নোংরা বাস্তবতাগুলো পড়ার সময় অস্বস্তিকর লাগলেও এগুলোই বাস্তব চিত্র। হ্যাপি রিডিং!