সুন্দরী-গরান-হেঁতালের সুন্দরবনের সংসারে অভাগীর মতো নোনাঝাউও জন্মায়। বাংলার ব্রাত্যের মতোই এ যে করুণাবিহ্বল, এ যেন কদরদরিদ্র। সেই বামনকে নিয়ে অসাধারণ শব্দগুচ্ছে হৃদয়ের ভাবনারাজি বাস্তবে নির্মাণ করেছেন বাংলার ধূলোব্রাত্যের কবি মোহাম্মদ রফিক।
মোহাম্মদ রফিক
Overall Ratings (0)