অবিভক্ত ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে অনন্য এক ভালােবাসার উপাখ্যান ‘নোনা জল’। অনুসন্ধিৎসু ঔপন্যাসিক অনিন্দিতা গােস্বামী তাঁর সুনিপুণ কলমে এঁকেছেন এক দ্বন্দ্বমুখর ছবি, যেখানে প্রতিবাদী রক্ত আর ভালােবাসার অশ্রু মিশে গেছে সমুদ্রের নােনা জলে। ভারতবর্ষে তখন ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠার শাস্তিস্বরূপ দেশীয় সিপাইদের চালান করা হচ্ছিল আন্দামান দ্বীপপুঞ্জে। উদ্দেশ্য ছিল পেনাল সেটেলমেন্ট কিংবা সেলুলার জেল স্থাপন। কিন্তু স্থানীয় আদিবাসী সম্প্রদায় অরণ্য ধ্বংস আর বাসস্থান হারানাের ভয়ে শুরু করে সশস্ত্র প্রতিবাদ। শেষ পর্যন্ত লেখা হলাে তির-ধনুক আর বন্দুকের অসম লড়াইয়ের এক করুণ ইতিহাস। প্রেমও নিলাম হলো সাম্রাজ্যবাদের কাছে। আদিবাসী দুই বােন, স্বভাবে বিপরীত হয়েও ভালােবাসে এক বিজাতীয় পুরুষকে। বিপন্ন সময়ের টানাপােড়েনেও গড়ে ওঠে এক অপূর্ব প্রেম-কাহিনি। কিন্তু তারপর? কীভাবে তথাকথিত সভ্য সমাজ দাম দেয় তাদের সারল্যের, কীভাবে পৃথিবী লাঞ্ছিত হয় সাম্রাজ্যবাদের হাতে, মানবসভ্যতার নৃশংস বাস্তবতা কীভাবে হার মানায় পরাবাস্তবতাকে সেই ইতিহাস মূর্ত হয়ে উঠেছে এই উপন্যাসে।