এই শহরের বুকে একদিন আন্দোলনে যাবো
প্লাকার্ড-ব্যানার-ফেস্টুনে ছেয়ে যাবে রাজপথ।
আকাশ চুম্বী কন্ঠে উচ্চারিত স্লোগান
শহরের প্রতিটা ইট-পাথরে প্রতিধ্বনিত হবে। প্রতিটা পত্রিকায় লেখা হবে এক নতুন ইতিহাস,
খবরের শিরোনামে আটকে যাবে সবার চোখ!
আন্দোলনের স্লোগানে একটাই দাবি ছিলো;
পৃথিবীতে একটা দিন আমাদের ভালোবাসা হোক।