কী হয় সাক্ষাৎকার পাঠে? কী ঘটে সংলাপে? আমাদের জানার ছিল এইসব রহস্য। হয়তো, কথায় কথায়, পাঠকের সঙ্গে লেখকের এক সংযোগ তৈরি হয়, ব্যক্তিজীবন ছাপিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা আর প্রজ্ঞাই তো প্রকাশ পায় কথা রূপে। এই যে নতুন এক সংযোগ, আমরা তো এভাবেও, ভাষার সীমান্ত পেরিয়ে লেখকের কাছে পৌঁছই। এ বই তাই আশ্রয় হোক আমাদের পাঠকের, লেখকের। হয়তো এভাবে পৌঁছে যাওয়া যাবে এক সমগ্রতার কাছে, আমাদের শতবছরের একাকীত্ব কেটে যাবে আত্মার চিৎকারে। পড়ুন তাদের, নৈঃশব্দ্যের এই সংলাপে যারা কথা বলেছেন- এলিস মুনরো, সালমান রুশদি, ঝুম্পা লাহিড়ী, ইতালো কালভিনো, ওরহান পামুক, হোসে সারামাগো, গুন্টার গ্রাস, হুলিও কোর্তাসার, হান ক্যাঙ, উমবের্তো একো, জয় হার্জো, মারিও বার্গাস ইয়োসা, আইজাক বাশেভিস সিঙ্গার, গৌলি তারাখি, আলবের কামু, উইলিয়াম ফকনার, হাইনরিখ বোল, অ্যামি তান, কার্লোস ফুয়েন্তেস, কাজুও ইশিগুরো,হারুকি মুরাকামি, ফেদেরিকো গারসিয়া লোরকা, লুইস বোগেরিয়া।