প্রেম ও নিঃসঙ্গতা মানব জীবনের অবিচ্ছেদ্য এক অনুষঙ্গ। এর বৈচিত্র্যময় রূপ প্রত্যক্ষ করেছি নিজস্ব ভুবনের বাইরেও আত্মজনদের অবগুণ্ঠিত জীবনে, গল্পে, উপলব্ধিতে। এর কোনোটি সরল, কোনোটি যৌগিক, কোনোটি সমাধানহীন, কোনোটি ব্যক্ত, কোনোটি অব্যক্ত। প্রেম জীবনকে রাঙায় বেগুনি থেকে লাল। প্রেম কি নিসঃঙ্গতার অপর নাম হতে পারে? নাকি নিসঃঙ্গতা প্রেমের অনিবার্য উপজাত? চিরচেনা ও চির না মেলা এই আনন্দ-বেদনার গল্প ও প্রশ্নগুলিই আমার চারপাশে অনুরণিত হয়েছে বারবার যেমনটি আরো অনেকেরই হয় হয়তোবা। আর সেগুলি আমার একাকী সময়ে নৈঃশব্দ্যের আড়মোড়াতে আমারই সাথে কথা বলেছে এ সকল পদাবলীতে।