পরাজিত হৃৎপিণ্ডের বাঁশি বদলে দেয় রাজপোষাক। শরীর থেকে হীরে জহরতের অশান্ত জ্যোতির্বলয় তরল হয়ে প্রবাহিত অপরিচিত ধর্মের সরোবরে। এখন প্রাণ মৌলবাদী আত্মার সাথে আড্ডায় দিশেহারা। ওরা আশ্রয় নেয় শক্ত মাটি আর খরায় মৃত ঘাসের আশ্রয়ের তাঁবুতে। অযুত নিযুত নিষেধাজ্ঞার মরুভুমি অতিক্রম করে চলেছে তৃষ্ণার পায়ে হেঁটে। এই অভিশাপ হননের অস্ত্র খুঁজতে গিয়ে অজান্তেই নরকের দরোজায় পেতে বসে জুয়া খেলার আসর। তারপর যখন আত্মসমর্পণের পালা, ফিরে আসার সব পথ বন্ধ করে দাঁড়িয়ে থাকে শয়তান। তখন চারপাশে লাস ভেগাসের আলো, চোখের সামনে মদ আর ক্যাবারের শ্রেষ্ঠ নর্তকীর নাচন।