বিষয়বস্তু : নগরজীবনের আক্ষেপ, হতাশা, অবসাদ শহুরে মানুষের কর্মব্যস্ততার মাঝে প্রায়ই আড়াল হয়ে রয়। ব্যর্থ পরিকল্পনা, পূরণ না হওয়া আকাঙ্ক্ষার ভিড়ে হীনম্মন্যতা গ্রাস করে সহসাই। অসম বিভেদ, অবসন্ন অবকাশ, যান্ত্রিকতায় পরিপূর্ণ জীবন ছেড়ে নাগরিক অলক্ষিতভাবে খোঁজে স্বস্তির আশ্বাস, অন্তত সাময়িক সময়ের জন্য হলেও। খোঁজে সে প্রেয়সীর সঙ্গ, একঘেয়েমি আবদ্ধতা থেকে মুক্ত হয়ে শ্যামল প্রকৃতির নিবিড় সংসর্গ। নগরজীবনের এইসব আকাঙ্ক্ষা, অপ্রাপ্তি, হীনম্মন্যতা, অবসাদ, পরিকল্পনা, বিচ্ছিন্নতাবোধ, আত্মকেন্দ্রিকতার সন্নিবেশ নিয়েই এই নগরবন্দি। নগরজীবনের উপেক্ষিত অংশের প্রতিফলন নিয়ে এই বিশেষ নিবেদন।
মোঃ তৌহিদুল ইসলাম
Overall Ratings (0)