ফ্ল্যাপের কিছু কথাঃ চৈত্রের ঘুর্ণিপাক যখন ধূলিকণা, ছেঁড়া কাগজ আর পলিথিন ব্যাগ পথের ওপর দিয়ে নিরুদ্দিষ্ট লক্ষ্যে উড়িয়ে নিয়ে যায়, তখন আমি অনির্ধারিত স্পন্দন অনুভব করি। মনে হয় আমরা সব মানুষ বুঝি ভাগ্যের এলোমেলো বাতাসে এমনি করেই নগরীর এক জায়গা থেকে আরেক জায়গা উড়ে চলেছি।