‘নগণ্য খুঁটিনাটি’ শুরু হয় ১৯৪৯ সালের গ্রীষ্মে, ফিলিস্তিনিরা যে যুদ্ধ শোককে ‘নাকাবা’ হিসেবে পালন করে, যে বিপর্যয়ে ৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং বিতাড়িত হয়েছিল, এক বছর পরে ইসরায়েলিরা সেটিকেই স্বাধীনতার যুদ্ধ হিসেবে উদ্যাপন করে। ইসরায়েলি সৈন্যরা একজন ফিলিস্তিনি তরুণীকে আটক করে, ধর্ষণ করে এবং হত্যা করে বালির নিচে চাপা দেয়। অনেক বছর পরে রামাল্লার এক নারী ইতিহাসের এই সব ‘নগণ্য খুঁটিনাটি’ বিষয়ের প্রতি সম্মোহিত হওয়ার মতো প্রবলভাবে আকৃষ্ট হয়। যুদ্ধ, নৃশংসতা এবং স্মৃতিতাড়িত নিরন্তর জটিলতাপূর্ণ ফিলিস্তিনি অভিজ্ঞতাগুলোর একটি মিলিত উপাখ্যান।