বাংলাদেশ নিয়ে নরওয়েজিয়ান ভাষায় প্রথম ও একমাত্র উপন্যাস ‘নদে’। নরওয়ের প্রখ্যাত কথাসাহিত্যিক ও সঙ্গীতজ্ঞ সেতিল বিয়োর্নস্তার এই উপন্যাস অনূদিত হয়েছে নানা ভাষায়। নরওয়েজিয়ান ভাষা থেকে বাংলাভাষায় অনুবাদ করেছেন শিক্ষাবিদ, চলচ্চিত্র গবেষক এবং বিশেষজ্ঞ ড. আনিস পারভেজ। এই উপন্যাসে স্থান পেয়েছে অভিবাসন ইস্যু। বাংলাদেশের এক যুবকের জীবন ঘিরে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও নরওয়েতে আবর্তিত হয় এই উপন্যাসের রুদ্ধশ্বাস কাহিনী।