কবি হলেও একজন নিখতুঁ গদ্যশিল্পী বেলাল চৌধুরী। তাঁর গদ্যের ভাষা একান্তই নিজস্ব। কবিদের মধ্যে এতো গীতলময় গদ্য উভয় বাংলায় আমরা কেবল তাঁর মধ্যেই দেখতে পাই। তাঁর গদ্যের চেনা পথে যারা হাঁটতে চান এই বইটি তাদের জন্য এবং যারা মোটেও পরিচিত নয় তাঁর গদ্যে তারাও মোহিত হবেন নবরাগে নবআনন্দে।