নবিয়ে রহমত
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুকালে দুধপান করার সময় দুধ-ভাইয়ের অংশটুকু রেখে পান করতেন, কারণ তিনি রহমতের নবি। পৃথিবীতে যাকিছু চিরকল্যাণকর, তিনি ছিলেন সেসবের আশ্চর্য আধার। যারা তাকে দিয়েছে অবর্ণনীয় কষ্টক্লেশ, তিনি তাদের জন্য ঘোষণা করেছেন গণক্ষমা। কারণ তিনি রহমতের নবি। যারা তাকে তাড়িয়ে দিয়েছে দুয়ার থেকে, পাথরে পাথরে করেছে জর্জরিত, তিনি তাদের জন্য করেছেন কল্যাণের দুআ। কারণ তিনি রহমতের নবি। রহমতের নবির সে মহাকাব্যিক জীবনের আনন্দ-বেদনার ঘটনাবলি দিয়ে সাজানো হয়েছে অসামান্য সিরাতগ্রন্থ ‘নবিয়ে রহমত’।
মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.