নবিকাহিনী একটি অসামান্য জীবনীগ্রন্থ। ১৯১৭ সালে এটি প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটিতে হজরত আদম (আ.) থেকে শুরু করে শেষ নবি হজরত মোহাম্মদের (স.) জীবনকাহিনী লিপিবদ্ধ হয়েছে। তবে নবিকাহিনীর মূল রচয়িতা কাজী ইমদাদুল হক প্রথম বারজন অর্থাৎ হজরত আদম (আ.) থেকে হজরত ইসা (আ.) পর্যন্ত নবিদের জীবনী লিখে গেলেও মহানবির (স.) জীবনীটা লিখে যেতে পারেননি। বর্তমান সংস্করণটিতে সেই দুঃসাধ্য কাজটি সম্পন্ন করেছেন অ্যাডর্নের সম্পাদনা বিভাগের কর্মী শিশুসাহিত্যিক জহিরুল ইসলাম। এতে তিনি মূল রচয়িতার লেখার রীতি ও গতি ঠিক রাখার যথাসাধ্য চেষ্টা করেছেন। হজরত মোহাম্মদের (স.) জীবনীসহ নবিকাহিনীর এই নতুন সংস্করণটিতে চিরায়ত রচনারই আস্বাদ পাওয়া যাবে বলে আমাদের ধারণা। নবিগণের জীবনীর প্রতি পাঠকের চিরায়ত আগ্রহের কথা বিবেচনা করে এই মূল্যবান গ্রন্থটি প্রকাশ করা হল।
কাজী ইমদাদুল হক
কাজী ইমদাদুল হক (১৮৮২-১৯২৬) কর্মজীবনে ছিলেন শিক্ষক ও শিক্ষক-প্রশিক্ষক এবং শেষকালে ঢাকা মাধ্যমিক বোর্ডের প্রথম সেক্রেটারি। ভারতী ও নবনূর পত্রিকার তিনি নিয়মিত লেখক ছিলেন। তিনি ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ কবিতাসংগ্রহ আঁখিজল (১৯০০)। তাঁর শেষ রচনা আবদুল্লাহ্ উপন্যাসের ৩০ পরিচ্ছেদ পর্যন্ত তিনি লিখতে পেরেছিলেন। তাঁর অকালমৃত্যুর পরে আনোয়ারুল কাদীর বাকি ১১ পরিচ্ছেদ রচনা করেন মূল গ্রন্থকারের খসড়া-অবলম্বনে।