স্বপ্ন। মানুষের ঘুমন্ত জগতের কল্পিত দৃশ্য। ছোট-বড়, ধনী-গরিব, মুসলিম-অমুসলিম সবাই স্বপ্ন দেখে। সেই স্বপ্নের আবার কত রং, কত বৈচিত্র। কিছু স্বপ্ন মধুর, কিছু বেদনা-বিধুর। তেমনিভাবে আল্লাহর মনোনীত বান্দা নবি-রাসুলগণও স্বপ্ন দেখেছিলেন। তবে তাঁদের স্বপ্নগুলো আমাদের স্বপ্নের মতো কল্পিত কিংবা ভ্রমপূর্ণ ছিল না। তাঁদের স্বপ্ন ছিল ঐশ্বরিক; চিরসত্য, সংশয়হীন আর দ্বিধামুক্ত। মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও ঘুমের জগতে অনেক স্বপ্ন দেখেছিলেন; যা ঐশীবাণীর অন্তর্ভুক্ত। সেগুলো থেকে কিছু মাসআলা, কিছু সুক্ষ্ম ইঙ্গিত এবং কতক ভবিষ্যৎবানীসহ শরিয়তের বহুবিধ রীতিনীতি সাব্যস্ত হয়। নবিজির সেই পবিত্র স্বপ্নগুচ্ছ নিয়েই বইটির আয়োজন। কথায় কথায়, গল্পে গল্পে আমরা জানবো সেই হাদিসগুলো; যা আমাদের ইলম ও আমলে সমৃদ্ধি ঘটাবে। রাসুলপ্রেমের স্বচ্ছ সরোবরে অবাধ সাঁতার কাটার নির্মল আনন্দ দেবে ইনশাআল্লাহ