নবীজির সংসার (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ১৯৩ (২৮% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২৬৭
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
বিষয় : সীরাতে রাসুল সা. , বইমেলা ২০২০
বই-----------------------নবীজির সংসার- আয়াতুল্লাহ নাওয়াজ অনূদিত লেখক------------------শাইখ সালিহ আল মুনাজ্জিদ অনুবাদক-------------- প্রকাশনী---------------মাকতাবাতুল আসলাফ পৃ্ষ্টা সংখ্যা------------- মুদ্রিত মূল্য-------------২৬৭ টাকা বিশেষ ছাড়ে মূল্য----- প্রকাশকাল------------- লেখক জীবনী--------- কেন পড়বেন---------- সংক্ষিপ্ত বিবরণী------- সংসার – জগৎ, পৃথিবী, ভব, ইহলোক, ইহজীবন, মর্ত্যলোক, গার্হস্থ্য ব্যাপার বা জীবন, ঘরকন্না, পরিবার, মায়ার বাধন; বিবাহ ‘নবীজির সংসার’ কেন আমাদের জন্য খুব খুব খুব গুরুত্বপূর্ন তা একলাইনেই বলা যায় তা হলো, নবীজির জীবনের প্রায় দুই তৃতীয়াংশ সময়ের সাথে জড়িয়ে আছে নবীজির সংসার! নবীজি তাঁর দিনের এক তৃতীয়াংশ সময় বাহিরে কাটাতেন আর প্রায় দুই তৃতীয়াংশ সময় কোন না কোন স্ত্রীর ঘরে কাটাতেন যেখানে কখনো হয়ে যেতেন পরিপূর্ণ সংসারী আবার কখনো নিবিড় ধ্যনমগ্ন হয়ে কাটিয়ে দিতেন ঘন্টার পর ঘন্টা ! প্রাত্যহিক জীবন যথাযথ পরিচালিত করার জন্য নবিজীর সংসারে যথাযত জ্ঞানলাভ ও অনুস্মরণের নিবিড় প্রচেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য আর যেহেতু তিনি সকল মানুষের নবী ছিলেন তাই বিধর্মিরাও তাঁদের জীবন সংসার যথাযথ পরিচালিত করতে নবীজির সংসার সম্পর্কে জানবে শিখবে এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করবে। নবীজির জীবনের গল্পগুলো অনন্য , অসাধরন । অনুস্মরণীয়, অনুকরণীয় । মুমিন মুমিনাহর জন্য উত্তম পাথেয়। আচার ব্যবহার, চাল-চলন, কথাবার্তা, মেলা-মেশা, আনন্দ-বেদনা সব মিশে থাকে সংসারের মায়াজলে । সংসারের মায়ার ধোঁকায় আধুনিক সময়ের সংসার, পরিবার, সম্পর্ক , ভালোবাসা সব ভেঙ্গে গুঁড়িয়ে যাচ্ছে সেখান মুসলিম বিশ্বে এখনো সংসার দাঁড়িয়ে আছে মজবুত ভীতের উপর যে ভীত ঘরে উঠেছে সুন্নাহের অনুস্মরণের মধ্য দিয়ে।নবী জীবনের যে উত্তম আদর্শ আমাদের সামনে বিদ্যমান তাঁর কোন তোলনা আর নেই। ‘নবিজীর সংসার’ আমাদের এই ভীত আরও মজবুত করতে সহযোগীতা করবে। আমরা যারা নবীজির সংসারের খুঁটিনাটি হাদিসের আলোকে জানতে চাই তাঁদের জন্য এই বই অনন্য নেয়ামত তবে আমার মত যারা কল্পনা বিলাসী বই পাঠের সাথে সাথে নবীজির গৃহে চলে যেতে চাই তারা কিছুটা হোঁচট খাবো। নবীজির সংসারের তথ্য জানা আর বই পাঠের সাথে চৌদ্দশত বছর পেছনে চলে যাওয়ার মাঝে একটা পরিষ্কার পার্থক্য বিদ্যমান রয়েছে। আমি এই বই পাঠ করে নবীজির গৃহে প্রবেশ করে সচক্ষে নবীজির সংসার দেখতে পাইনি ! এটাকেই আমার কাছে বইয়ের সবচেয়ে বড় দুর্বলতা মনে হয়েছে। মূল আরবী বই পাঠের সুযোগ হয়নি তাই অনুবাদক কোন কিছু স্লিপ করে গিয়েছেন কিনা নিশ্চিত করে বলতে সক্ষম নই । বইয়ের মাঝে অহেতুক একাধিক ফ্রন্টের ব্যাবহারের কোন প্রয়োজন ছিলনা যেমন ছিলনা ছোট ছোট একেকটা ঘটনার জন্য একটা করে হেডলাইন যুক্তকরার। একটা লম্বা সূচীপত্র ! প্রতিটি পর্বের জন্য ভূমিকা উপসংহার নিষ্প্রয়োজন কেননা এই বইটা একটু বুঝমানদেরই আকৃষ্ট করবে যারা সংসার সম্পর্কে জ্ঞান রাখেন এবং নবীজির সংসার থেকে নিজের সংসার পরিপূর্ণ সুন্নাহর আলোকে জান্নাতময় করতে চান। সিরাহকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে জানার আগ্রহ যাঁদের মনকে সদা আনচান করে তাঁদের জন্য সুখপাঠ্য বইটি । সংগ্রহকে সমৃদ্ধ করবে।বইয়ের প্রতিটি বক্তব্যই সরাসরি হাদিস দিয়ে সাজানো তাই অন্য কোন ফায়দা হোক বা নাহোক অনেকগুলো হাদিস জানা ও শেখা হবে যা নিজের আমলে বাস্তবায়নের পাথেয় হবে ইনশাআল্লাহ। আপনি নবীজির সংসার ও নবীজির দিনলিপি কেন সংগ্রহ করবেন ? কারণ সরাসরি হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজির জীবনের গুরুত্বপূর্ণ এই অংশগুলো নিয়ে স্বতন্ত্র কিতাব বাজারে কমই হয়েছে। নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদের জীবনের প্রতিটা মূহুর্ত নবীজির সুন্নাহ মত চালাতে এই বই পাঠ আপনাকে অনুপ্রেরণা যোগাবে। অনুবাদক ও প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা। নিশ্চই উনারা উত্তম জাযার হকদার । বইয়ের বাঁধাই, প্রচ্ছদ, নামলিপি, কাগজ, ছাপার মান উন্নততর তাই এগুলো নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজন নেই। বইটি হাতে নিয়ে বসে থাকলেও মুগ্ধতা অনুভূত হয়। স্পর্শে ভালোলাগা কাজ করে।