ফ্ল্যাপের কিছু কথাঃ একুশ শতকের পৃথিবী যখন প্রযুক্তি ও বিজ্ঞানের নানাক্ষেত্রে অগ্রগতি ও সম্ভাবনা প্রত্যক্ষ করছে, আমাদের তরুণ সমাজের একাংশ তখন নানা অনাচার ও কলুষযুক্ত সমাজের মুখোমুখি দাঁড়িয়ে মানসিকভাবে বিপর্যস্ত ও দিশেহারা। তেমন ক্রান্তিকালে তাদের মানসিক উন্নতির বিকাশে সহায়ক হতে পারে নোবেলমনীষীদের নির্মিত বিশ্বমানের সাহিত্যগ্রন্থাদি। কেননা, এঁরা বিশ্বসমাজের যোগ্য প্রতিনিধি।
সাহিত্য নোবেলবিজয়ীদের জীবনবৃত্তান্ত জানা ও তাঁদের সাহিত্যধ্যানের সান্নিধ্যলাভ দীর্ঘদিনের অধ্যয়ন ও সন্ধিৎসাতেই সম্ভব। এই লক্ষ্যে পৌঁছাতে পাঠকের জন্য চাই এমন একটি প্রাথমিক বই যা তাকে বিশ্বসাহিত্যের রসাস্বদনে প্রাণিত করবে। সেই আদলে রচিত এই বইটি মোহাম্মদ সা’দাত আলী ও গালিব আসাদউল্লাহ-র এক অনন্য প্রয়াস।