ফ্ল্যাপের কিছু কথাঃ বাংলা ভাষায় নোবেলবিজয়ীদের নির্বাচিত প্রবন্ধ এই প্রথম প্রকাশিত হলো। ‘নোবেল বিজয়ীদের নির্বাচিত প্রবন্ধ’ শীর্ষক সম্পাদনা গ্রন্থে প্রায় অর্ধশতক প্রবন্ধ সংযুক্ত হয়েছে। প্রবন্ধগুলো সাহিত্য, শান্তি, বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ক শৃঙ্খলায় সুবিন্যস্ত ও নির্বাচিত। শতাধিক বছরব্যাপী যাঁরা এ পুরস্কারের মাধ্যমে বিশ্বব্যাপ্ত সম্মান অর্জ্যন করেছেন তাঁরা জানানুশীলনে একেকজন স্বতন্ত্র প্রতিভা। তাঁর স্বদেশের , স্বভাষার ও স্বজাতির গৌরবমূল হয়েও বিশ্বব্যক্তিত্ব হিসেবে বরণীয়। তাঁর সমগ্রবিশ্বের নিকট উজ্জ্বল নক্ষত্ররূপে স্মরণীয়। এ গ্রন্থের সম্পাদক রতনতনু ঘোষ নোবেলবিজয়ী এসব বিশ্বমুখশ্রী জ্ঞানীদের প্রবন্ধসম্ভার উপস্থাপনের মাধ্যমে বাংলাভাষার বিশ্বজনীন জ্ঞানসম্পদ প্রবৃদ্ধির প্রয়াস পেয়েচেন। সর্বমানবচিত্তের মহাদেশরূপে গণ্য এসব নোবেলবিজয়ীদের রচনা জ্ঞানের বহুবর্ণালীতে পাঠকদের উদ্বুদ্ধ করতে পারে।