দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ বন্দী শিবির থেকে পালিয়ে গেল তিনজন ইটালিয়ান কয়েদী৷ তাদের লক্ষ্য স্বাধীনতা নয়, বরং যুদ্ধের এই ডামাডোলের মাঝেই তারা আরোহণ করতে চায় পূর্ব আফ্রিকার মাউন্ট কেনিয়া ৷ ১৭ হাজার ফুট উচ্চতার সেই পর্বতের শিখরে পা রেখে আবার বন্দী শিবিরে ফিরে আসবে পাগলাটে এই তিন বন্দী। কিন্তু পর্বতারোহণের শখ মেটানোর আগে তাদের ফাঁকি দিতে হবে হাজারো সতর্ক চোখ, পদে পদে ওঁত পেতে থাকা বিপদ আর গভীর অরণ্যের শ্বাপদসংকুল পথ। শেষ পর্যন্ত কী জুটলো তাদের কপালে?
ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের বিচারে শতাব্দীর সেরা ১০০ অ্যাডভেঞ্চার স্টোরিতে স্থান পাওয়া অবিস্মরণীয় এই সত্য গল্পের ভুবনে আপনাকে স্বাগতম হে পাঠক।