"নিত্য মাইডাস" বইটিতে লেখা শেষের কথা: লােভে পাপ, পাপে...?
দ্বিধায় পড়ে গেছে হারুন। যে অপরাধ সে করেছে, তাড়া করছে তার কর্মফল। যে অলৌকিকতায় শুরু হতে পারত স্বপ্নময় দিনগুলাের, সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। নিজেই যখন নিজের শত্রু তখন পালানাের পথ কোথায়?
লালসা, বিশ্বাসঘাতকতা আর সর্বোপরি প্রতিশােধের গল্প নিত্য। মাইডাস-এ স্বাগতম