সেঁজুতি সজলের সাথে পরিচয় হয় দুরসম্পর্ক এক চাচীর মাধ্যমে । যখন পরিচিত হয় সজল তাকে খুব খেয়াল রাখে । প্রতিনিয়ত ফেসবুকে ম্যাসেজ দিতে থাকে । সেঁজুতি কখন কী করছে জানার চেষ্টা করে । আর সজল নিজে কখন কী করছে তার সকল কিছুর আপডেট জানায় । অনেক রিকুয়েষ্ট'র পর সেঁজুতির নাম্বার পায় সজল । তারপর চ্যাটিং ও ফোনে কথা বলতে বলতে তাদের মাঝে বন্ধুত্ব গভীর হতে থাকে । তবে সজল দেখতে তেমন স্মার্ট নয়, তাই সেঁজুতি তাকে মন থেকে সেভাবে পছন্দ করতে পারে নি । হটাৎ একদিন সেঁজুতি খুব অসুস্থ হয়ে পড়ে । সজল জানতে পেরে সেঁজুতির বাসায় আসতে চায়, সেঁজুতি অনুমতি না দেয়ার পরও সজল আসে, আর বলে তুমি যদি ছাদে না আসো তাহলে আমি সারা রাত এখানেই কাটিয়ে দিবো । আর হা আসার সময় এক বোতল পানি নিয়ে আসবে । যখন সেঁজুতি না চাইতেও রাগী মনোভাব নিয়ে ছাদে আসে এসে দেখে সজল দাড়িয়ে আছে ঔষধ আর কিছু খাবার হাতে নিয়ে । সেঁজুতিকে নিজ হাতে খাবার খায়িয়ে ঔষধ খায়িয়ে দেয় ঠিক তখনি সেঁজুতির চোখ অশ্রুজলে ভিজে যায় । আর সেই আনস্মার্ট সজলকে সেঁজুতি ভালোবেসে ফেলে । তবে সজলের পারিবারিক সমস্যার কারণে সজল বিয়ে করে অন্য এক মেয়েকে । সজলের এখন একটি ছেলে সন্তান ও আছে । সেঁজুতি এখনো সজলকে দূর থেকে ভালোবেসে যায়