নদী সোজা পথে চলে না। মানুষের জীবনও সরল রৈখিক নয়। নদী যেমন বাঁক বদলে বদলে সমুদ্রের দিবে এগোয়, মানবজীবনও মোচড় খেতে খেতে পরিণতির দিকে এগিয়ে চলে। আমাদের দৈনন্দিন জীবনের পরতে পরতে লুকিয়ে আছে অবিশ্বাস্য বৈচিত্রময় প্রেম-অপ্রেমের বৃত্তান্ত। হরিশংকর জলদাসের এই গল্পগ্রন্থে সেই বৃত্তান্তের সুলুক সন্ধান করা হয়েছে। এই গ্রন্থের প্রতিটি গল্প মানুষের প্রাপ্তি-হাহাকারে ভরপুর। মানুষকে ঘিরে যে আর্তনাদ-আহাজারি, যে রিরসা উল্লাস, যে হিংসা-কৃতজ্ঞতা, যে ভালোবাসা- বিশ্বাযোগ্যতা, তা সবেরই উপস্থিতি পত্রস্থ গল্পসমূহে।সমকালের সমাজ, রাজনীতি, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল হরিশংকর জলদাসের কথাসাহিত্যের প্রধান অনুষদ। ‘খিদে’ ‘মনোজবাবুদের বাড়ি’, ‘কালু ডোম’, ‘গগন সাপুই’ ‘উপোক্ষিতা’, ‘প্রতিশোধ,’ ‘তুমি কে হে বাপু’ প্রভৃতি গল্পে তার প্রমাণ খুঁজে পাওয়া যাবে।হরিশংকর কলম ধরেছেন মানবজীবনের গল্প শোনাবার জন্য। তাই তাঁর ভাষয়- বাক্যে-শব্দে জটিলতা নেই। তিনি পাঠককে ভাষার কুস্তি দিয়ে বিভ্রান্ত করেন না। সরল বাক্যে, সহজশব্দে সমাজ মানুষের গল্প শুনিয়ে যান। প্রতিটি মানুষ নিঃসঙ্গ। আমাদের চারপাশের কিছু একাকী মানুষের গল্প শুনিয়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক হরিশংকর জলদাস এই গ্রন্থে।
হরিশংকর জলদাস
১৯৫৫'র ১২ অক্টোবর জন্ম, চট্টগ্রামের উত্তর পতেঙ্গার জেলেপল্লিতে। সাতচল্লিশ বছর বয়সে লিখতে বসা ঠেকায় পড়ে। লিখতে বসেছিলেন গবেষণাপত্র, লিখে ফেললেন ‘জলপুত্র’ উপন্যাসটি। জলপুত্র’ হরিশংকর জলদাসকে মর্যাদার আসনে বসিয়ে দিল। নতুনধারার নতুন রকম উপন্যাস পরের বছরে বের হলো 'দহনকাল’, ‘কসবি’, ‘রামগােলাম’, ‘হৃদয়নদী, ‘মােহনা’, ‘প্রতিদ্বন্দ্বী’, ‘আমি মৃণালিনী নই’, ‘এখন তুমি কেমন আছ', ‘একলব্য' উপন্যাসগুলাে। তার গল্পের বই-জলদাসীর গল্প’, ‘লুচ্চা’, ‘হরকিশােরবাবু “কোনাে এক চন্দ্রাবতী’, ‘মাকাললতা', 'বাছাই বারাে' ও ‘গল্পসমগ্র : ১' বাংলা একাডেমি থেকে বেরিয়েছে। তাঁর ডক্টরাল থিসিস ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্তজনজীবন অন্যান্য গদ্যগ্রন্থ-কৈবর্ত কথা’, ‘নিজের সঙ্গে দেখা’, ‘জীবনানন্দ ও তাঁর কাল’, ‘লােকবাদক বিনয়বাশী’, ‘বাংলা সাহিত্যের নানা অনুষঙ্গ। হরিশংকর জলদাস কাহিনী লিখেন না শুধু, সমাজকেও লিখেন। কথাসাহিত্যে ব্যতিক্রমী হাওয়া নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। তার চরিত্ররা সমাজের প্রান্তজন- জেলে, বীরাঙ্গনা, মেথর, কোটনা, মুচি, খুনি সাহিত্যকর্মের জন্য পেয়েছেন ‘আলাওল সাহিত্য পুরস্কার' (জলপুত্র), ‘প্রথম আলাে বর্ষসেরা, বই পুরস্কার’ (দহনকাল), সিটি আনন্দ আলাে পুরস্কার’ ও ‘বাংলাদেশ মানবাধিকার সম্মাননা পদক' (রামগােলাম), ব্র্যাকব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার (প্রতিদ্বন্দ্বী)। কথাসাহিত্যে সার্বিক অবদানের জন্য পেয়েছেন অবসর সাহিত্য পুরস্কার’, ‘ড. রশিদ আল ফারুকী সাহিত্য পুরস্কার।
কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার। পেয়েছেন ২০১২ সালে।