পতিতা বা বারবনিতা বা যৌনকর্মীদের নিয়ে আমাদের দেশে খুব বেশি একটা কাজ হয়নি। অথচ এই পেশায় যুক্ত রয়েছেন বিশাল জনগোষ্ঠীর একটা অংশ। জীবনরক্ষার তাগিদ কিংবা অন্য যেকোনো সামাজিক-অর্থনৈতিক কারণেই হোক, যাঁরা এই পেশা বেছে নেন, তাঁদের খোঁজখবর আমরা রাখি না। রাখার প্রয়োজনও অনুভব করি না। এই বারবনিতাদের জীবনকথা নিয়ে দীর্ঘদিন যাবৎ একাগ্র নিষ্ঠায় মাঠপর্যায়ে গবেষণার কাজ করে চলেছেন সুরমা জাহিদ। ‘নিষিদ্ধ-অনিষিদ্ধ’ গ্রন্থটি এই গবেষণারই ফসল। এ গ্রন্থে উঠে এসেছে বারবনিতাদের হাসি-কান্না, সুখ-দুঃখ, আনন্দ-বেদনার বহুমাত্রিক চিত্র।