সময়ের পিঠে চড়ে চলছে জীবন। এ সময় নিঃশব্দ নির্বাক। এর ভেতর আমরা চঞ্চল, দুর্নিবার একদিন শেষ হয় এ পথচলা। আমরা হই নিরুদ্দেশ। আমাদের গতির চিহ্ন থেকে যায়। উটের পিঠে চড়ে ছুটে চলি অজানায়। সময়ের উট অতিক্রম করে ইহজগৎ। জন্ম-মৃত্যু, হর্ষ-বিষাদ, গতিময়তা, কবিতা, প্রার্থনা সব কিছুই একদিন সমাহিত হয় সময়ের গভীরে।
অতল সমুদ্রের অসীম কৃষ্ণগহ্বরে। নিঃশব্দ, নির্বাক সময়ের পিঠে আমাদের যত হুংকার, আস্ফালন, আমাদের যত চঞ্চলতা আর ক্ষমতার বৃত্তায়ন- একদিন সব শেষ হয়ে যায়। কবি খালেদ মাহমুদের এ কাব্যগ্রন্থটি সময়ের পিঠে সন্তরণশীল। নিঃশব্দ নির্বাক সময়ের পিঠে উচ্চারিত কথামালাকে তিনি ছড়িয়ে দেন মহাকালের গভীরে।