ফয়সাল আহমেদ রনি জন্মগ্রহন করেন ফরিদপুর সদরে। তিনি একজন আরজে এবং ভয়েজ ওভার আর্টিস্ট। গল্পের মানুষ তিনি, মানুষের সাথে মিশতে, কথা বলতে পছন্দ করেন ও মানুষের মুখের হাসি পছন্দ করেন। ২০১৬ সাল থেকে তিনি রেডিও একাত্তর এফএম ৯৮.৪ এ আরজে ও প্রযােজক হিসাবে কাজ করছেন। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও শাে ‘নিশি রাইতে হু হু হা হা’এর উপস্থাপক।