এমন ভয়ংকর স্বপ্ন কখনো দেখিনি। কী যে ভয়ংকর স্বপ্ন তা কাউকে বলা যাবে না। এমন ভয়ের গল্প শুনলে যে কেউ দৌড় দিয়ে পালাবে, অথচ গা ছমছম করা দুঃস্বপ্ন দেখার পরও আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি, যেখানে সেখানে যাচ্ছি, প্রতিদিন অনেক দূরে গিয়ে দিঘির পাড়ে একা একা বসে থাকছি, কখনো কখনো অল্প সময়ের জন্য বিলপাড়ে গিয়ে বসে থাকছি।
এইরকম ভয়ংকর স্বপ্ন নিশি মারা যাওয়ার পর থেকে দেখছি। নিশি মারা যাওয়ার আগে স্বপ্ন কাকে বলে জানতামই না। স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন অথবা ভয়ংকর স্বপ্ন নিয়ে আমার কোনো টেনশন ছিল না। হেডস্যার মাঝে মাঝে বলতেন, স্বপ্ন দেখা ভালো কিন্তু দুঃস্বপ্ন দেখা খারাপ। এখন সেই দুঃস্বপ্ন আমাকে পেয়ে বসেছে। নিশি চলে যাওয়ার সাথে সাথে আমাকে জাপটে ধরেছে ভয়ংকর যত স্বপ্ন।
আচ্ছা, নিশি তো মারা যায়নি। আমি ও মা জানি তাকে মেরে ফেলা হয়েছে। অনেকেই এটা জানে। নিশিকে যারা মেরেছে তাদের কয়েকজনকে আমি চিনি। সিদ্ধান্ত নিয়েছি, জিদ করেছি, একদিন নিশি হত্যার প্রতিশোধ নেব। চরম প্রতিশোধ নেব। যদিও এই কথাটি কাউকে বলিনি। বলবও না। বলাটা ঠিক হবে না। কিন্তু, ওদের ছেড়ে দেব না। আমার ছোটো বোনটাকে মেরেছে আর ওরা বেঁচে থাকবে তা কী করে সম্ভব? সুযোগের অপেক্ষায় আছি, তারপর একটা একটা করে শেষ করে দেব।