চিন্তা বড় সংক্রামক এবং অনিরপেক্ষ। অনেক অনেক পূর্বসুরি এবং সমকালীন যাপনসঙ্গীর চিন্তা ও কর্মের ক্রিয়া-প্রতিক্রিয়ায় নিজেরও কিছু চিন্তা অবয়ব নিয়ে দাঁড়ায়। তা অবস্থান নেয় কারো পক্ষে, কারো বা বিপক্ষে। রাজনীতি ও সংস্কৃতির কতিপয় অনুসঙ্গ নিয়ে চিন্তার সংকলন এ প্রবন্ধগুলো। বিরাজনীতিকরণের চলমান ঝোড়ো হাওয়ার সামনে রাজনৈতিক আলোচনার মশাল জ্বেলে রাখাটা কঠিন এবং বিপজ্জনক। তবু আমাদের আলোচনা চালাতে হয়, চালিয়ে যেতে হবে... লেখাগুলো গবেষণাকর্ম নয়, বরং চিন্তাসর্বস্ব। উদ্ধরণগুলো চিন্তার বাহন অথবা চিন্তাসূত্র হিসেবে কাজ করেছে। তাই রেফারেন্সিংয়ের বাহুল্য বর্জিত হল। চিন্তার বর্তমান রূপগ্রহণে দীর্ঘদিনের পঠন, সংগঠনশীলতা, আড্ডা-তর্ক ভূমিকা রেখেছে। সবার নামোল্লেখ অসম্ভব। তবে পক্ষে-প্রতিপক্ষে থেকে অবদান রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা।